IQNA

ভিডিও | বিপ্লবের সর্বোচ্চ নেতার সাথে ১৪তম সরকারের প্রতিনিধি দলের বৈঠকে "রাদ্বিয়ী"র তেলাওয়াত

ইকনা- ইরানের আন্তর্জাতিক ক্বারী কাসিম রাদ্বিয়ীই, বিপ্লবের সর্বোচ্চ নেতার সাথে ১৪তম সরকারের প্রতিনিধি দলের প্রথম বৈঠকের শুরুতে সূরা আহজাবের ২৩ এবং ২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেন।

ইরানের আন্তর্জাতিক ক্বারী কাসিম রাদ্বিয়ীই, বিপ্লবের সর্বোচ্চ নেতার সাথে ১৪তম সরকারের প্রতিনিধি দলের প্রথম বৈঠকের শুরুতে সূরা আহজাবের ২৩ এবং ২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেন।


مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا ﴿۲۳﴾

বিশ্বাসীদের মধ্যে কতক এমন পুরুষও আছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিজ্ঞা পূর্ণ করেছে, এবং তাদের মধ্যে কতক (শাহাদাতবরণ করে) তাদের প্রতিশ্রুতিকে পূর্ণ করেছে এবং তাদের মধ্যে এমন কতক আছে যারা প্রতীক্ষায় রয়েছে; এবং তারা (তাদের অঙ্গীকার) পরিবর্তন করেনি। 

لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا ﴿۲۴﴾


 যাতে আল্লাহ সত্যবাদীদের তাদের সত্যবাদিতার প্রতিদান দান করেন এবং যদি ইচ্ছা করেন তবে কপটাচারীদের শাস্তি প্রদান করেন অথবা তাদের তওবা গ্রহণ করেন; নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, অনন্ত করুণাময়।

 

captcha